
১০ তারিখের ২য় সেমিফাইনালে ভারতকে হারিয়ে ইংলেন্ড ফাইনালে। ম্যচের শুরুতে ব্যটিং নেমে রাহুল এর উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি কে সাথে নিয়ে অধিনায়ক রোহিত শার্মা দলকে এগিয়ে নিয়ে যায়, কিন্তুু এই জুটির রান তোলার গতি ছিল খুব ধীর। রোহিত শর্মা ২৮ রান করে বিদায় নিলেও কোহলি অর্ধশত পূর্ণ করে। দলের কোন ব্যটস্যম্যনই সুবিধা করতে পারেনি, পরবর্তী তে পান্ডিয়ার ৩৩ বলে ৬৩ রানের ঝোড় ইনিংসে ভর করে ১৬৮ রানের পুঁজি সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে সবালিল ব্যটিং করেন দুই ওপেনার বাটলার ও হ্যলস। প্রথম ওভারে বাটলার ৩ বাউন্ডারি নেন। পরের ওভারে হ্যলস আরো আগ্রাসী ব্যটিং করেন হ্যলস, এই দুই ব্যটসম্যন এর সামনে ইন্ডিয়ার কোন বোলার দাঁড়াতে পারেনি। সবাইকে তুলোধুনো করেন দুই ইংলিশ ওপেনার। শেষ পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ১৭০ রান করে ৫ ওভার বাকি থাকতে। বাটলার ৮০* ও হেলস করেন ৮৬ রান। ইন্ডিয়ার বিপক্ষে ১০ উইকেটে জয় পায় ইংলেন্ড। এমন পরাজয় ইন্ডিয়া ও ইন্ডিয়ার সমর্থক দের জন্য লজ্জাজনক হার।
আগামী ১৩ তারিখ মেলবোর্ন ফাইনাল অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনালে বিজয়ী পাকিস্তান আগে থেকেই অপেক্ষায় আছে। ১৩ তারিখ মেলবোর্ন ইংলেন্ড ও পাকিস্তান ফাইনাল মুখোমুখি।