পোল্যেন্ড সীমান্তে গত মঙ্গলবার বার একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এবং এই হামলায় দুই জন নিহত হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি বিশ্ব যুদ্ধের রুপ নিবে। পোল্যেন্ড ন্যটো সদস্য ভুক্ত দেশ। এই হামলার জের ধরে যদি ন্যটো যুদ্ধে জড়ায় তাহলে এই দুই দেশের যুদ্ধ বিশ্বযুদ্ধে রুপ নিবে। পোল্যেন্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড় নিয়েছে।
- রাশিয়া ইউক্রেন যুদ্ধে ৯ মাস অতিবাহিত হতে চলছে। তবে গত মাস থেকে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন এর উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। পোল্যেন্ড সীমান্তে আছড়ে পড়া ক্ষেপণাস্ত্র টি রাশিয়ার বলে পোল্যেন্ড এর সংবাদ মাধ্যম। এদিকে এই হামলা নিয়ে প্যোলেন্ড এর প্রধান মন্ত্রী ও ন্যটোের প্রধান এর মধ্যে যোগাযোগ চলছে।
- ইউক্রেন এর প্রেসিড্রেন্ট দাবি করছেন
পোল্যন্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা পোল্যেন্ড রাশিয়া আক্রমণ করেছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায় পোল্যেন্ডে আছড়ে পড়া ক্ষেপণাস্ত্র টি রাশিয়ার। এদিকে পেন্টাগন মুখপাত্র বলেন পোল্যেন্ড এর ক্ষেপণাস্ত্র টি রাশিয়ার কিনা তা নিশ্চিত ভাবে বলতে পারচেন না তবে বিষয় টা ওনারা পর্যবেক্ষন করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ক্ষেপণাস্ত্র টি রাশিয়ার সেনাবাহিনী থেকে নিক্ষেপ করা হয়েছে তিনি বলে মনে করেন না। প্যোলেন্ড এক সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ বলেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র এতদূর যাবে না। এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পোল্যেন্ড গিয়ে পড়েছে।
- তবে সত্যিই যদি ক্ষেপণাস্ত্র টি রাশিয়ার হয়ে থাকে তাহলে ন্যটো এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা বেড়ে যাবে। পোল্যেন্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড় নিবে এবং তখন আরেকটা বিশ্বযুদ্ধের সূচনা হবে। ন্যটোর ৪ ও ৫ ধারা যদি এই ক্ষেত্রে প্রোয়োগ করা হয় তাহলে তাহলে পোল্যেন্ড এ হামলা করার জেরে রাশিয়ায় হামলা করবে ন্যটো। তবে রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই ক্ষেপণাস্ত্র টি রাশিয়ার নয়। এই হামলার বিষয় টা নিয়ে পোল্যেন্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যটোর আলাদা আলাদা তদন্ত কমিটি ঘটন করেছে।
- ইউক্রেন এর প্রসিড্রেন্ট এই হামলার দায় জোর করে রাশিয়ার উপর চাপিয়ে দিতে চাচ্চে এতে করে ন্যটোকে জড়িয়ে রাশিয়া কে চাপে ফেলতে চায়। কিন্তুু ন্যটো বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউ চাচ্ছে না এই যুদ্ধে জড়াতে এতে রাশিয়া পারমানবিক হামলা করতে পারে যার ফলে সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।এই পোল্যেন্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বযুদ্ধে রুপ নিতে পারে।