ক

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আশেপাশে পাহাড় গুলো সব সময় ছিল শুষ্ক।এখানে থাকা পাহাড় গুলো তাকে দিকে তাকালে মনে হতো পাহাড় গুলো রোদে পুড়ে চৌচির হয়ে গিয়েছে, কিন্তুএখন মক্কা নগরে আশেপাশের পাহাড় গুলো যেনো চারণভূমিতে পরিণত হয়েছে। মক্কার এই পাহাড়ের ছবিগুলো দেখে কারও পক্ষে বোঝার উপায় নেই এটাকে মক্কা নগরী নাকি ইউরোপ বা এশিয়ার কোন দেশ। হারামাইন নামে এক ফেসবুক পেজ থেকে কিছু সবুজের ছবি তুলে শেয়ার দেওয়া হয়েছে এবং সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে বৃষ্টির পরে মক্কায় সবুজের সমারোহ। পরিবেশ বিজ্ঞান এ ঘটনাকে ঐতিহাসিক বলে সম্বোধন করছেন তবে স্থানীয় লোকজন এই সবুজকে খুব ভালোভাবে উপভোগ করছে। সৌদি আরব সরকার গত কয়েক বছর থেকেই মরুভূমির বিভিন্ন স্থানে কৃত্রিমভাবে সবুজ বানানোর চেষ্টা করে আসছে তারা কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি সফল হয়েছে তবে এটি খুবই ব্যয়বহুল প্রজেক্ট ছিল। গত কয়েকদিনের হঠাৎ বৃষ্টিতে সৌদি আরবে এখন এমন পরিমাণ সবুজ বনায়ন হয়েছে যেটা বুঝার উপায় নেই এটা সৌদির শুস্কো কোন জায়গা। এই টানা বর্ষণের কারণে সৌদি আরবের বিভিন্ন জায়গায় বন্যা পর্যন্ত দেখা দিয়েছে মক্কা সৌদি আরবের বড় বড় শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়েছে। আকস্মিক বন্যায় সৌদি আরবের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছ।
- এমন টানা বর্ষণের কারণে সৌদি আরবের সবুজের সমারোহ হয়েছে তা স্যাটেলাইট থেকে বুঝা যাচ্ছে । মহাশুন্য থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে খুব অল্প সময়ের ব্যবধানে সৌদি আরবের পাহাড় গুলোর সবুজের সমারোহ ঘটেছে। বিজ্ঞানীরা এই সবুজের সমারোহ কে জলবায়ু পরিবর্তন হিসেবে আখ্যা দিচ্ছেন।
সবুজে ছেয়ে যাওয়া পাহাড়ের ছবিগুলো ম্যাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে অনেকেই। অনেকেই এটাকে কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন। কারণ হাদিসের আলোকে কিয়ামতের সব আলামত ভবিষ্যতে গঠিত হবে এর মধ্যে একটি আরব ভূমি ঝরনা ও সবুজ ঘাসে পূর্ণ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূল করীম সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন কেয়ামত অনুষ্ঠিত হবে না। এমন কি কোন ব্যক্তি সম্পদের যাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবেনা, আরবের মরুভূমি তখন মাঠ-ঘাট ও চারণভূমি এবং নদী-নালায় পরিণত হবে।