রাতের আঁধারে আল-আকসা মসজিদে ইজরায়েলের বর্বর হামলা। আবারও রক্তাক্ত পবিত্র আল-আকসা বুধবার ভোরে কিছু বুঝে ওঠার আগেই ইসরাইলে পুলিশ হামলা করে বসে আল-আকসা মসজিদে। নামাজরত মুসল্লিদের উপর শুরু করে ইসরাইলে নিরাপত্তা বাহিনীর তান্ডব । মুসল্লিদের উপর নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড। মসজিদের মেইন গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে

পুলিশ।
এ সময় সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়ে নারী এবং শিশুরা নামাজরত মুসল্লিদের উপর এমন বর্বরতা হামলার তীব্র প্রতিবাদ করেছে ফিলিস্তিন । ভুক্তভোগী এক নারী জানায় তিনি নামাজ পড়ে বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, এমন সময় ইজরাইলি নিরাপত্তা বাহিনী হামলা চালায়। একটি গ্রেনেড এসে পড়ে ওনার বুকের উপর, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কাঁদতে কাঁদতে নামজরত এক নারী বলেন ইজরাইলি পুলিশ কোন কারন ছাড়া আমাদের উপর হামলা করেছে। ওরা ভিতরে মুসলিমদের আক্রমন করছে।তাঁদের সাহায্য করার কেউ নেই। ভেঙে ফেলা হয় মসজিদ এর সকল জানালা।
রাতের আঁধারে আল-আকসা মসজিদে ইজরায়েলের বর্বর হামলা। ভোরে থেকে শুরু অভিযান চলে সকাল পর্যন্ত। মসজিদ থেকে সকল ইজরাইলি মুসলিমদের বের করে দেয়া হয় এবং পুলিশি নিরাপত্তায় ইজরাইলি ইহুদীদেরকে প্রবেশ করানো হয়। এই ঘটনায় 5 জন মুসল্লি আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এবং মসজিদের ভিতর থেকে আটক করা হয়েছে 400 মুসল্লিকে।
এদিকে ইবাদত রত মুসল্লিদের উপর ন্যাক্কারজনক বর্বর হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে ফিলিস্তিন সরকার। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়ে গাজা উপত্যকা থেকে মিজাইল ছুড়েছে হামাস। অন্যদিকে অভিযান এর পক্ষে সাফাই গেয়ে ইজরায়েল এর পুলিশ বলছে একদল মুখোশধারি লোক ইট পাটকেল নিয়ে মসজিদের ভিতর অবস্থান করেছে তাদের দমন করতেই মসজিদে হামলা করেছে। অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে এরইমধ্যে আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলা নতুন মাত্রা দেবে। মাত্র কিছুদিন আগেই আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইজরালি পুলিশ।